:: বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দানের নিয়ম তালিকা ও বিবরণ
শারীরিক যোগ্যতা:-
১. উচ্চতা: পুরুষ ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি )
মহিলা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি )
২. ওজন: পুরুষ ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)
মহিলা ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
৩. বুকের মাপ: পুরুষ স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
মহিলা স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা:-
১. জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
২. ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে নূন্যতম ‘বি’ পেয়ে উত্তীর্ণ।
অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
৩. ২০২২ সালের এইচএসসি/ ‘এ’ লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশই ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।
৪. নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএম যোগদানের পূর্বে অবশই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দানের জন্য যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত ও পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাব।
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দানের জন্য আবেদন ফি
আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২২।
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দান সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আপনার মন্তব্য লিখুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট Career BD ভিজিট করুন এবং অন্যান্য সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
See More Government Job Circular
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
ডিএপি ফার্টিলাইজার কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
See More Private Job Circular
Executive/Senior Executive Job Circular 2022 (Private Job Circular)
Junior Executive Job Circular 2022 careerbd.org (Private Job Circular)
Front Desk Executive Job Circular (Private Job Circular)
Accounts Job Circular 2022 (Private Job Circular)