রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃক নিম্নে বর্ণিত শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি নিজেকে সরকারি চাকরিজীবী হিসাবে প্রতিষ্ঠিত হতে চান তবে আপনিও এইখানে এপ্লাই করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

রপ্তানি প্রক্রিয়াকরণে কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ও বিবরণ

জব নং – ১: সহকারী পরিচালক (প্রশাসন)

পদের নামসহকারী পরিচালক (প্রশাসন)
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতানুন্নতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)

জব নং – ২: সহকারী পরিচালক (বিউ/ইএস/শি:স:/ক:অ:)

পদের নামসহকারী পরিচালক (বিউ/ইএস/শি:স:/ক:অ:)
পদের সংখ্যা১৩
যোগ্যতা ও অভিজ্ঞতান্যূনতম ২য় শ্রেণীর এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যাবস্থাপনা, বিজ্ঞানে নুন্নতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি। বিবিএ এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)

জব নং – ৩: সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা)

পদের নামসহকারী পরিচালক (প্রশাসন)
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাবাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। অথবা বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রী।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)

জব নং – ৪: নিরাপত্তা কর্মকর্তা

পদের নামনিরাপত্তা কর্মকর্তা
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাস্নাতক ডিগ্ৰীসহ সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা।
বয়স সীমাঅনূর্ধ-৫ বছর
বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)

জব নং – ৫: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা

পদের নামসহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাবাণিজ্য বিভাগে নুন্নতম স্নাতকে ২য় শ্রেণী। হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে নুন্নতম ৩ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)

জব নং – ৬: জুনিয়ার অডিও ভিজ্যুয়াল অফিসার

পদের নামজুনিয়ার অডিও ভিজ্যুয়াল অফিসার
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতানুন্নতম স্নাতক ডিগ্ৰীসহ ডিজিটাল স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্সসহ ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণ উপযোগী রেকডিং ও ভিডিও ধারণ বিষয়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)

জব নং – ৭: নিরাপত্তা পরিদর্শক

পদের নামনিরাপত্তা পরিদর্শক
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাএইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমান মর্যাদা সম্পন্ন পদে অবসর প্রাপ্ত ব্যাক্তি।
বয়স সীমাঅনূর্ধ-৪২ বছর
বেতন স্কেল১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)

জব নং – ৮: ক্যাশিয়ার

পদের নামক্যাশিয়ার
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাবাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্ৰীসহ সংশ্লিষ্ট কাজে নুন্নতম ২ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)

জব নং – ৯: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের নামঅফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা১৫
যোগ্যতা ও অভিজ্ঞতাএইচএসসি পাশ এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ এবং ৩০ শব্দের গতি।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল১০,২০০-২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাইটাঙ্গাইল,নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা,লালমনিরহাট, দিনাজপুর, পিরোজপুর, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ময়মনসিংহ এবং শেরপুর।

জব নং – ১০: সার্ভিস বয়

পদের নামসার্ভিস বয়
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতা৮ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাইপটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট।

জব নং – ১: সহকারী বাবুর্চী

পদের নামসহকারী বাবুর্চী
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতা৮ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাইচাঁদপুর, কুমিল্লা, লক্ষিপুর, ঝালকাঠি ও নরসিংদী।

জব নং – ১: ডিসপাচ রাইডার

পদের নামডিসপাচ রাইডার
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতাএসএসসি পাশসহ মোটর সাইকেল চালানোর দক্ষতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাইঢাকা, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ,নড়াইল, রংপুর ও ময়মনসিংহ।

জব নং – ১: প্লাম্বার সহকারী

পদের নামপ্লাম্বার সহকারী
পদের সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতা৮ম শ্রেণী পাশসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমাঅনূর্ধ-৩০ বছর
বেতন স্কেল৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাইবাগেরহাট, বরিশাল, জামালপুর, যশোর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নীলফামারী, পটুয়াখালী, শেরপুর ও সিরাজগঞ্জ।

রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তি যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত ও পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাব।

রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমা

২০২২ সালের ১লা জুন ১৮ থেকে ক্রমিক নং ৪ এর বয়স ৪৫ বছর এবং ক্রমিক নং ৭ এর বয়স ৪২ বছর আর সবগুলার বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি

পরীক্ষারফি বাবদ ১-৬ নং পর্যন্ত ৫৬০/- টাকা ও ৭-৮ নং পর্যন্ত ৪৪৮/- টাকা এবং ৯-১৩ নং পর্যন্ত ৩৩৬/- টাকা টেলিটকের মোবাইলে এসএমএস এর মাধমে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২।

রপ্তানি প্রক্রিয়াকরণে কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আপনার মন্তব্য লিখুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট Career BD ভিজিট করুন এবং অন্যান্য সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

See More Government Job Circular

ডিএপি ফার্টিলাইজার কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)

See More Private Job Circular

Accounts Job Circular 2022(Private Job Circular)
সিকিউরিটি গার্ড জব সার্কুলার(Private Job Circular)
Marketing Executive Job Circular – Concord Group of Companies(Private Job Circular)
Junior Executive – Sales & Marketing Job Circular(Private Job Circular)

Leave a Comment