ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-এ শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি নিজেকে সরকারি চাকরিজীবী হিসাবে প্রতিষ্ঠিত হতে চান তবে আপনিও এইখানে এপ্লাই করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ও বিবরণ
জব নং – ১: উপব্যবস্থাপক (হেলথ,সেফটি,এনভেরনমেন্ট এন্ড কোয়ালিটি )
পদের নাম | উপব্যবস্থাপক (হেলথ,সেফটি,এনভেরনমেন্ট এন্ড কোয়ালিটি ) |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাকোত্তর ডিগ্ৰী অথবা বিএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰী । সহকারী ব্যাবস্থাপক (পরিবেশ)/সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রে সেফটি কর্মকর্তা হিসাবে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে। |
বয়স সীমা | অনূর্ধ-৩৫ বছর |
মূল বেতন | ৭০,০০০/- টাকা |
জব নং – ২: উপব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট )
পদের নাম | উপব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট ) |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/একাউন্টিং- এ স্নাতকোত্তর অথবা এমবিএ (ফিন্যান্স/একাউন্টিং) ডিগ্ৰী। সিএ/সিএমএ ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। সহকারী ব্যাবস্থাপক (হিসাব/অর্থ/অডিট )/সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়স সীমা | অনূর্ধ-৩৫ বছর |
মূল বেতন | ৭০,০০০/- টাকা |
জব নং – ৩: সহকারী প্রকৌশলী
পদের নাম | সহকারী প্রকৌশলী |
পদের সংখ্যা | ৭ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে EEE/EECE/ME- এ স্নাতক ডিগ্ৰী। |
বয়স সীমা | অনূর্ধ-৩০ বছর |
মূল বেতন | ৫২,০০০/- টাকা |
জব নং – ৪: সহকারী প্রকৌশলী (আইসিটি)
পদের নাম | সহকারী প্রকৌশলী (আইসিটি) |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CSE/IT- এ স্নাতক ডিগ্ৰী। |
বয়স সীমা | অনূর্ধ-৩০ বছর |
মূল বেতন | ৫২,০০০/- টাকা |
জব নং – ৫: উপসহকারী প্রকৌশলী (আইসিটি)
পদের নাম | উপসহকারী প্রকৌশলী (আইসিটি) |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Technology/Computer Science-এ ডিপ্লোমা ডিগ্ৰী। |
বয়স সীমা | অনূর্ধ-৩০ বছর |
মূল বেতন | ৪০,০০০/- টাকা |
জব নং – ৬: কেয়ারটেকার
পদের নাম | কেয়ারটেকার |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড/ইনস্টিটিউট হতে এইচএসসি/সমমান পাশ। |
বয়স সীমা | অনূর্ধ-৩০ বছর |
মূল বেতন | ২৩,০০০/- টাকা |
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই | মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ,নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল,ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। |
জব নং – ৬: কুক
পদের নাম | কুক |
পদের সংখ্যা | ১ |
যোগ্যতা ও অভিজ্ঞতা | যে কোনো স্বীকৃত স্কুল/প্রতিষ্ঠান হতে জেএসসি/সমমান পাশ। |
বয়স সীমা | অনূর্ধ-৩০ বছর |
মূল বেতন | ১৪,৫০০/- টাকা |
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই | নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। |
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত ও পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাব।
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমা
২০২২ সালের ৩১শে আগস্ট থেকে ক্রমিক নং ১-২ এর বয়স ৩৫ বছর এবং ক্রমিক নং ৩-৭ এর বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি
পরীক্ষারফি বাবদ ১-৫ নং পর্যন্ত ৮০০/- টাকা এবং ৬-৭ নং পর্যন্ত ৫০০/- টাকা টেলিটকের মোবাইলে এসএমএস এর মাধমে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২।
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আপনার মন্তব্য লিখুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট Career BD ভিজিট করুন এবং অন্যান্য সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
See More Government Job Circular
রপ্তানি প্রক্রিয়াকরণে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
ডিএপি ফার্টিলাইজার কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)
See More Private Job Circular
Accounts Job Circular 2022(Private Job Circular)
সিকিউরিটি গার্ড জব সার্কুলার(Private Job Circular)
Marketing Executive Job Circular – Concord Group of Companies(Private Job Circular)
Junior Executive – Sales & Marketing Job Circular(Private Job Circular)