বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩১ টি পদেনিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক শুন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ও বিবরণ

জব নং – ১: পরীক্ষা নিয়ন্ত্রক

পদের নামপরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা
বিভাগপরীক্ষা বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
অনুমোদিত বিশবিদ্যালয় হতে যেকোনো বিশবিদ্যালয় যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতক সম্মানে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/যুগ্ন-পরীক্ষা নিয়ন্ত্রক/আঞ্চলিক পরিচালক/ সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক/উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

জব নং – ২: পরিচালক

পদের নামপরিচালক
পদসংখ্যা
বিভাগঅর্থ ও হিসাব বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
বিকম (অনার্স) ও এমকোম ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ অথবা অর্হতনীতি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে। চাটার্ড একাউন্টেন্সি কোর্স সম্পন্নকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এরূপ প্রার্থীর ক্ষেত্রে বিষয়, বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক(হিসাব)/সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

জব নং – ৩: পরিচালক

পদের নামপরিচালক
পদসংখ্যা
বিভাগপরিকল্পনা ও উন্নয়ন বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
অনুমোদিত বিশবিদ্যালয় হতে যেকোনো বিশবিদ্যালয় যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতক সম্মানে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে। উচ্চতর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন)/সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

জব নং – ৪: পরিচালক

পদের নামপরিচালক
পদসংখ্যা
বিভাগতথ্য ও গণসংযোগ বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
অনুমোদিত বিশবিদ্যালয় হতে যেকোনো বিশবিদ্যালয় যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতক সম্মানে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে। গণসংযোগ ও সাংবাদিকতা/বাংলা/ইংরেজি সাহিত্য বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

জব নং – ৫: পরিচালক

পদের নামপরিচালক
পদসংখ্যা
বিভাগমিডিয়া বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
অনুমোদিত বিশবিদ্যালয় হতে যেকোনো বিশবিদ্যালয় যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতক সম্মানে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে।
থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ/টেলিভিশন ও চলচিত্র অধ্যায়ন/বাংলা ও ইংরেজি সাহিত্য/চারুকলা বিষয়ে স্নাতক (৪ বছর মেয়াদি) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ ইলেক্ট্রিকাল/ইলেক্ট্রনিক্স কাজ, অডিও/ভিডিও প্রডাকশন, অনুষ্ঠান নির্মাণ, মিডিয়া ব্যবস্থাপনা এবং রেডিও-টেলিভিশনে প্রচার সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

জব নং – ৬: পরিচালক

জব নং – ৬: পরিচালক

পদের নামপরিচালক
পদসংখ্যা
বিভাগকম্পিউটার বিভাগ
যোগ্যতা ও অভিজ্ঞতামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ/ন্যূনতম জিপিএ ২.০ (৫ মাত্রার স্কেলে)। ও-লেভেল এবং এ-লেবেলে আনুপাতিক হরে জিপিএ নির্ধারিত হবে।
অনুমোদিত বিশবিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিকাল ,ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স/ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনারিং/ফলিত পদার্থ বিজ্ঞান ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনারিং/ইনফরমেশন এন্ড কমিনিকেশন টেকনোলজি/ইনফরমেশন এন্ড কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম/ পদার্থ বিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান – এ স্নাতক/ স্নাতক সম্মানে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ২য় শ্রেণী/ন্যূনতম সিজিপিএ ৩.০(৪ মাত্রার স্কেলে।
কোনো অনুমোদিত বিশবিদ্যালয় বা সরকারি/আধা-সরকারি/সাইয়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় বেতন স্কেলে ৪র্থ গ্রেডে যুগ্ন-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৩ বছরের ও ৫ম গ্রেডে উপ-পরিচালক/সমমানের পদে কমপক্ষে ৫ বছর সহ ৪র্থ ও ৫ম গ্রেডে মোট ৮ বছরের অভিজ্ঞতা সহ ইলেক্ট্রিকাল/ইলেক্ট্রনিক্স কাজ, অডিও/ভিডিও প্রডাকশন, অনুষ্ঠান নির্মাণ, মিডিয়া ব্যবস্থাপনা এবং রেডিও-টেলিভিশনে প্রচার সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর পদে সর্বমোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হব। উন্মুক্ত ও দূরশিক্ষণর প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র বা শাখায়/অফিসে প্রতক্ষভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

এই ৬ টা পদ সহ সর্বমোট ৩১ টি পদ, সকল পদ দেখতে এই লিংক ক্লিক করুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩১ টি পদেনিয়োগ বিজ্ঞপ্তি যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ফরমপূরণ করে আগামী ৩১ জুলাই ২০২২ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবল মাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে রেজিস্টার বরাবর প্রেরণ করতে হবে। ঠিকানা : রেজিস্টার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫। আবেদনপত্র পূরণসংক্রান্ত ও পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাব।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩১ টি পদেনিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ১০০০/-(এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরোতযোগ্য) জনতা ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হব।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩১ টি পদেনিয়োগ বিজ্ঞপ্তি 2022 সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আপনার মন্তব্য লিখুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট Career BD ভিজিট করুন এবং অন্যান্য সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

Leave a Comment