বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি ও অরভিএন্ডএফসি, কোরে যোগ দিন। আপনি যদি নিজেকে গর্বিত সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তবে আপনিও এইখানে এপ্লাই করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ও বিবরণ
জব নং – ১: ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা
পদের নাম | ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা |
বিভাগ | সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) |
যোগ্যতা ও অভিজ্ঞতা | এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ সহ বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ কপক্ষে সিজিপিএ -৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)। |
বয়স সীমা | অনূর্ধ-২৮ বছর |
জব নং – ২: সিগন্যালস্ কোর- পুরুষ/মহিলা
পদের নাম | সিগন্যালস্ কোর- পুরুষ/মহিলা |
বিভাগ | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) |
যোগ্যতা ও অভিজ্ঞতা | এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ সহ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ কপক্ষে সিজিপিএ -৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)। |
বয়স সীমা | অনূর্ধ-২৮ বছর |
জব নং – ৩: ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই ) কোর- পুরুষ/মহিলা
পদের নাম | ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই ) কোর- পুরুষ/মহিলা |
বিভাগ | নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (এনএএমই) এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই) |
যোগ্যতা ও অভিজ্ঞতা | এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ সহ বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং/বিএসসি ইন এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কপক্ষে সিজিপিএ -৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)। |
বয়স সীমা | অনূর্ধ-২৮ বছর |
জব নং – ৪: আর্মি এডুকেশন কোর (এইসি)- পুরুষ/মহিলা
পদের নাম | আর্মি এডুকেশন কোর (এইসি) – পুরুষ/মহিলা |
বিভাগ | গণিত |
যোগ্যতা ও অভিজ্ঞতা | এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ সহ গণিতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ -৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)। |
বয়স সীমা | অনূর্ধ-২৮ বছর |
জব নং – ৫: রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি)- পুরুষ
পদের নাম | রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) – পুরুষ |
বিভাগ | ভেটেরিনারী এন্ড ফার্ম |
যোগ্যতা ও অভিজ্ঞতা | এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ সহ BSc (Vet & AH/DVM) ডিগ্রি এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ -৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)। |
বয়স সীমা | অনূর্ধ-২৮ বছর |
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত ও পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাব। এবং আরো বিস্তারিত জানতে নিচের ইমেজ টি ডাউনলোড করেনিন।
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি
Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমা
০১লা জানুয়ারি ২০২৩ তারিখে আবেদন কারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর।
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২২।
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আপনার মন্তব্য লিখুন। নিয়মিত আমাদের ওয়েবসাইট Career BD ভিজিট করুন এবং অন্যান্য সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
See More Government Job Circular
জাতীয় গ্রন্থকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular 2022)
বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)
গণযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Circular)
See More Private Job Circular
Junior Executive Job Circular 2022 careerbd.org(Private Job Circular)
Front Desk Executive Job Circular(Private Job Circular)
Accounts Job Circular 2022(Private Job Circular)
সিকিউরিটি গার্ড জব সার্কুলার(Private Job Circular)
